জন্মভূমি ডেস্ক : আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় আজ রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
এর আগে শনিবার রাতে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য জানান।
মহানগরীসহ খুলনা জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার খুলনায় সকাল ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়া গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনবাহিনী।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত