১৪টি মিশনে সশস্ত্র বাহিনী ও পুলিশের ৭,৪৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত
জন্মভূমি রিপোর্ট : খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় এইর দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার সকাল সোয়া ৭টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সার্কিট হাউজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে পিসকিপার্স রান ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল শাহীন রহমান, এনইউপি, এনডিসি, এনসিসি, পিএসসি। অনুষ্ঠানে নিহত শান্তিরক্ষীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ১,৬৭,২৭৪ জন এবং বাংলাদেশ পুলিশের ২১,২৮৪ জনসহ মোট ১,৮৮,৫৫৮ জন শান্তিরক্ষী সদস্য বিশ্বের ৪০টি দেশে এ পর্যন্ত ৬৩টি মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে ১৪টি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের ৭,৪৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। বর্তমানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী
ও বাংলাদেশ পুলিশের ১৬৭ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘের ভাবমূর্তি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে।