জন্মভূমি রিপোর্ট : খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস। সকাল ৯টায় খুলনা জেনারেল হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্র চলাকালে সাসিং সংগীত পরিবেশন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) হাসিনা পারভীন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় নার্সিং অধিদপ্তরের সহকারী পরিচালক হোসনে আরা খাতুন। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক মমতা রানী বিশ^াস, আয়শা খাতুন ও মর্জিনা খাতুনসহ সিনিয়র নার্সবৃন্দ। খুলনা মেডেকেল কলেজ হাসপাতালেও দিবসটি পালিত হয়।
এ সময় খুলনা জেনালের হাসপাতালে ভর্তি সকল রোগীদের মিষ্টি খাইয়ে আপ্যায়িত করা হয়।