তথ্যবিবরণী : ‘স্থানীয় ও বৈশ্বিক কর্মকান্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্খা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীণেরা সমাজের বোঝা নয়, আমাদের গর্ব। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সামাজিক বেষ্টনীর আওতায় প্রবীণ ব্যক্তিদের বলয় বৃদ্ধি করা হয়েছে। আটটি বিভাগে তাদের জন্য প্রবীণ নিবাস গড়ে তোলা হয়েছে। বর্তমানে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশে^ প্রবীণ জনসংখ্যা ১২শত বিলিয়ন, যা ২০৫০ সালে দুই মিলিয়নে দাঁড়াবে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, যা ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে। সরকার প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইদুল হাসান। অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়েস্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত