
বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. মনিরুল ইসলাম সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওঃ নাসিম উদ্দিন, সরোয়ার বন্দ, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, মোঃ কবির হোসেন, আব্দুস সালাম, ইব্রাহিম ইসলাম খাঁন, মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুস সবুর, মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ। নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন জায়গায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং নগরীর ৫টি থানায় দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।