
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন নিউ মার্কেট সংলগ্ন এলাকায় একাধিক মামলার আসামি ভুট্টো সরদার (৪৬) নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে তার পরিচিত কয়েকজন দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে। বুধবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ভুট্টো মোটর সাইকেল যোগে চলার পথে ওই এলাকায় অবস্থানরত কয়েকজন দুষ্কৃতিকারীর কবলে পড়েন। তারা ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলাকারীরা তার মোটর সাইকেলটিও ভাংচুর করে। তারা চলে গেলে আশ-পাশের লোকজন রক্তাক্ত জখম ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার বিরুদ্ধে নগরীর ভিন্ন-ভিন্ন থানায় চুরির অভিযাগে ৫/৭ টি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২/৩ টি মামলা রয়েছে।
রাত সাড়ে ৮ টার দিকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানায়ার হুসাইন মাসুম দৈনিক জন্মভূমিকে বলেন, গুরুতর জখম হওয়া ভুট্টো থানায় অভিযোগ দায়ের করতে এসেছে। তার পরিচিত কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত