
জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি করপোরেশ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে গণনা। এখন পর্যন্ত বেসকারিভাবে যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে সেগুলোতে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে আছেন।
খুলনা সিটিতে ২৮৯ কেন্দ্রের ২০টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১০ হাজার ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. আব্দুল আউয়াল ৪ হাজার ২২২ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮২৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৪ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে খুলনায় বিজিবির ১১ প্লাটুন সদস্য ছাড়াও নির্বাচনি মাঠে আছেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।