
ডেস্ক রিপোর্ট : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা খুলনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত খুলনা মহানগরীর চারটি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা কেন্দ্রের ভেন্যুগুলো হচ্ছে, খুলনা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
খুলনা কেন্দ্রের প্রধান ও খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ জানান, মোট পরীক্ষার্থী ছিল ৭৪০৪ জন।
এর মধ্যে ৭৩২৯ জন পরীক্ষা দিয়েছে এবং অনুপস্থিত ছিল মাত্র ৭৫ জন। উপস্থিতির হার ছিল ৯৯ শতাংশ। চার কেন্দ্রেই পরীক্ষায় কোনো ধরনের বহিষ্কারের ঘটনা ঘটেনি।
ভেন্যু ভিত্তিক উপস্থিতির তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘খুলনা মেডিক্যাল কলেজে ১৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৭৩, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে ২৫০০জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭৬, খুলনা সরকারি মহিলা কলেজে ১৭০০জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮৫ এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজে ১৩০০জনের মধ্যে ১২৯৫ জন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।
এদিকে, পরীক্ষা শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা টিম উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত