
জন্মভূমি রিপোর্ট : গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১ রোগীর। মৃত নারীর বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামে। তার স্বামীর নাম মোয়াজ্জেম শেখ। এছাড়া আক্রান্তদের মধ্যে জেলায় রয়েছেন ৮ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হাজার ২১৫ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৩ জনের। ছাড়পত্র নিয়ে মোট বাড়ি ফিরেছেন ২ হাজার ৪ জন। হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯৩ জন। রেফার্ড করা হয়েছে ৫ জনকে।
খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছে ২৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা হলো ১২ হাজার ৯১ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৮ জনের। মোট ছাড়পত্র নিয়েছেন ১৯ হাজার ৯৩২ জন। আর রেফার্ড করা হয়েছে ১৬৯ জনকে।
গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় আক্রান্ত হয় ২০ জন, সাতক্ষীরায় ১০ জন, যশোর ৩৩ জন, ঝিনাইদহ ৯ জন, মাগুরায় ৫৭ জন, নড়াইল ১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চুয়াডাঙ্গায় ০ জন, মেহেরপুর ৮ জন, সাতক্ষীরা মেডিকেলে ৫ জন।