
জন্মভূমি ডেস্ক : খুলনায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি রোডের সিটি ব্যাংক গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।