
বিজ্ঞপ্তি : খুলনা বিএনপি নেতৃবৃন্দ দেশেব্যাপী তৃতীয় দফা আজ বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি শুরু। অবরোধ সফল করতে সকল পরিবহন মালিক, শ্রমিক-কর্মচারি ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছে খুলনা বিএনপি নেতারা।
মঙ্গলবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ গণতন্ত্রের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়েছেন। গণআন্দোলন-গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার শীঘ্রই বিদায় হবে। নেতারা আশা প্রকাশ করেছেন, সাময়িক কষ্ট সহ্য করে অতীতের মতো চলমান সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খুলনাবাসী বিএনপির পাশে থাকবেন। বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।
গ্রেফতার ৭ জন : গত সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও অঙ্গ দলের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একদিন আগে জামিনে কারামুক্ত হওয়া ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মঙ্গলবার আদালতে অপর একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়া মাত্র পুলিশ আবারো গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিএনপি। গ্রেফতারকৃত অপর ৬ জন হলেন, ১৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক লিটন হাওলাদার লিটু, ১১নং ওয়ার্ড যুবদল কর্মী মোস্তফা মোল্লা, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের শেখ দবির, খানজাহান আলী থানা যুবদলের কর্মী রুবায়েত হোসেন রুদ্র, ১৭নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মিরাজ ঢালী ও ১৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম।