জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুর থানাধীন ছোট বয়রা এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ভষ্মিভূত হয়েছে। একটি তুলোর দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। এর মধ্যে একটি মোটর গ্যারেজে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফেরন ঘটেছে। অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুর একটার দিকের এ অগ্নি দুঘটনা ফয়ার সার্ভিস কর্মীরা আাঁধা ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। এতে সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছেন। পুলিশ জানায়, দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে ছোট বয়রা পূজো খোলা মোড় এলাকায় একটি তুলার দোকানে অগুন লাগে। পাশর্^বর্তী একটি মোটর গ্যারেজ ও জ¦ালানি তেলের দোকান, ফার্নিচার ও একটি চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেড় টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, উপ-পরিচালক মতিয়ার রহমানসহ খালিশপুর ও নূরনগর ফয়ার স্টেশনের ৫ টি ইউনিটের ২০ জন অগ্নি নির্বাপন কর্মী একটি বিশেষ পানিবাহী গাড়ী, দুইট পাম্পবাহী গাড়ী ও দুইটি পানিবাহী গাড়ী ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।