জন্মভূমি রিপোর্ট : গত প্রায় এক মাসেও ভৈরব নদ হতে চীনা প্রকৌশলী ওয়াং সিয়াং হুয়ার (৪৪) লাশ উদ্ধারের রহস্য উদঘাটন হয়নি। তাকে কি হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছিল? নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হলো? এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পুলিশ বলছে, পূর্ণাঙ্গ পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে তার মৃত্যু কিভাবে হয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানা যাবে। রহস্য ভেদের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
পুলিশ জানায়, চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিকাল কোম্পানি কর্তৃপক্ষ প্রকৌশলী সিয়াং হুয়াকে খালিশপুরে নির্মাণাধীন “রূপসা ৮০০ মেগাওয়াট সিসিপিপি প্রকল্প” এ নিয়োগ করেছিলেন। গত ২৪ আগস্ট রাত ৮ টার দিকে তিনি কর্মস্থলের গেটের নিকটতম দূরত্বের একটি সেলুনে চুল কাটাতে যান। এরপর তিনি রাতে আর ফেরেননি। তাকে খুঁজে না পাওয়ায় ২৫ আগস্ট তাকে নিয়োগকারী ইলেকট্রিকাল কোম্পানির পক্ষ হতে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ২৬ আগস্ট সকালে ওই কোম্পানির কয়েকজন ট্রলারযোগে ভৈরব নদে তাকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। এরপর নৌ পুলিশের একটি টিম রূপসা উপজেলার যুগিহাটী গ্রামের কেবিসি ইট ভাটা সংলগ্ন নদীর তীর হতে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ২৭ আগস্ট রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। যার নং-২০।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) খুলনা সদর নৌ থানার উপ-পরিদর্শক মোঃ বজলুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, চীন দেশ থেকে নিহতের দুই জন স্বজন এসেছিলেন। তাদের ধর্মমতে গত ৭ সেপ্টেম্বর তারা মরদেহটি রূপসা মহাশ্মসানে দাহ করেছেন। এরপর ছাই নিয়ে দেশে ফিরেছেন।
পুলিশ জানায়, জিন্স প্যান্ট, সাদা-কালো রঙের ফুল হাতা শার্ট ও পায়ে জুতা পরিহিত মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। পকেটে একটি গেম কার্ড ছিল। যদিও তার ব্যবহৃত মোবাইল ফোনটির হদিস এখনও মেলেনি।
(আইও) এসআই বজলুর বলেন, ভিসেরা রিপোর্টর জন্য মরদেহের কলিজা, মগজসহ কয়েকটি অর্গান রাজশাহীর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট এবং ময়না তদন্ত রিপোর্টের সাথে সমন্বয় করে চিকিৎসকরা পূর্ণাঙ্গ পোস্ট মর্টেম রিপোর্ট দিবেন। তখন জানা যাবে-কিভাবে তার মৃত্যু হলো। এছাড়া নিহতের মোবাইল নাম্বার নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কল লিস্ট চেক করছেন। সেখান থেকেও চীনা প্রকৌশলীর মৃত্যু সংক্রান্ত ক্লু পাওয়া যতে পারে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত