জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিনটানা থান্ধাীন জিরোপয়েন্ট এলাকা হতে একটি চোরাই ব্যাটারি চালিত ভ্যান ও একটি রিক্সার অংশ বিশেষ উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে-চোর চক্রের তিন সদস্য। সোমবার বিকেলে থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে জিরোপয়েন্ট মোড়স্থ যশোর খুলনা মহাসড়কের ট্রাস্ট ট্রেড নামক দোকানের সামনের রাস্তা হতে মোঃ ইমরান হোসেন (২০), মোঃ ইসমাইল (১৯) এবং মোঃ মামুন সরদার (২০) নামে তিন জনকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত