বিজ্ঞপ্তি : করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয়া, কন্যাদায়গ্রস্তকে সাহায্য, চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ইফতার সরবরাহ করে বাতিঘর নামক সংগঠন দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার স্বনির্ভর কর্মসূচির আওতায় ভ্যান, সেলাইমেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি দিয়ে আরও একটি উদাহরণ সৃষ্টি করেছে। খুলনায় জন্ম নেয়া এ সংগঠন আগামীতে বিশ্ববাসীর কল্যাণে কাজ করবে বলে দায়িত্বশীলরা প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্প্রতি স্থানীয় বিএমএম মিলনায়তনে ডোনেশন কর্মসূচি, শিক্ষাবৃত্তি এবং সোনার বাংলা সোনার মানুষ স্বীকৃতি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে আয়োজকরা এ প্রতিশ্রুতি দেন। বাতিঘর নামক স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কেএমপির কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী ও সমাজ সেবার বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রহমান। স্বাগত ভাষণ দেন বাতিঘরের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোস্তফা রাশিদুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থাপনায় ছিলেন ডাঃ সোহানা সেলিম লাজ ও স্বর্ণকমল রায়।
যারা সম্মাননা পেয়েছেন তারা হচ্ছেন সরকারি এমএম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার খলিলুর রহমান (শিক্ষানুরাগী), কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা (সুশাসন), ডাঃ শেখ ফরিদউদ্দিন আহমেদ (চিকিৎসা সেবা), সালেহউদ্দিন সবুজ (মানবসেবা) ও কাজী মোতাহার রহমান বাবু (সাংবাদিকতা)। শিক্ষা বৃত্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সানবির রহমান স্বপ্নীল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের আশা আক্তার সুরাইয়া, সরকারি ইকবালনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ফারহানা আফরিন তুর্কি, সেলাইমেশিন পেলেন কবিতা বৈরাগী, বিথী খাতুন ও রূপা রায়। স্বনির্ভরের জন্য ভ্যান প্রদান করা হয় রানা, গাউস গাজী, ফাহিম খান ও মোতালেব শরীফকে।
এসংগঠনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার জন্য অতিথিরা আহবান জানান। আগামীতে আরও কল্যাণমূলক কাজে তাদের উৎসাহিত করা হয়। খুলনার গন্ডি পেড়িয়ে বিশ্ব পরিমন্ডলে তাদের সেবা বাড়ুক অতিথিরা এ প্রত্যাশা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত