জন্মভূমি রিপোর্ট : রমজানের মধ্যসময় থেকে টানা দাবদাহের পর দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর নামে স্বস্তির বৃষ্টি। খুলনা নগরী জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির নামার আগে এসব এলাকার আকাশ ঘোর অন্ধকার হয়ে যায়। তারপর বইতে থাকে ঝোড়ো বাতাস। এর কিছুক্ষণ পর কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া। এর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে শিশু কিশোরসহ অনেক মধ্যবয়সীদেরও স্বস্তির পরশ নিতে দেখা যায়। তবে প্রত্যাশিত এই বৃষ্টিতে বেশি স্বস্তি পেয়েছে রিক্সাচালকরা। এসময় হাতে বৃষ্টি নিয়ে তাদেও গায়ে মাখতে দেখা যায়।