খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানার শিরোমণির গিলাতলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে চুরি যাওয়া ট্রাক (যশোর ট-১১-০৩২৮) খুলনা সদর থানার স্টেশন রোডের ট্রাক স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় খানজাহান আলী থানার এস আই দিবস কুমার মৃধা চোরাই যাওয়া ট্রাকসহ মো: শাওন হাওলাদার (২৬) ও হাফিজুল (২৯) নামের দুই চোরকে আটক করে।
পুলিশ জানায়, যোগিপোল ৮নং ওয়ার্ডের জাহাঙ্গীর মোড়লের নিজস্ব ট্র্রাক (যশোর ট-১১-০৩২৮) ভাড়া শেষে গত ১১ জানুয়ারি বিকাল ৩টার দিকে গিলাতলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় রেখে ড্রাইভার বাসায় চলে যান। পরবর্তিতে গাড়ির ড্রাইভার আব্দুল খালেক গত ১২ জানুয়ারি বিকাল ৩টার দিকে গাড়িটিকে পুনরায় রেখে বাসায় চলে যান। পরের দিন অর্থাৎ ১৩ জানুয়ারি সকাল ৮টায় ট্রাকটি ভাড়ায় যাওয়ার উদ্দেশ্যে নিতে আসলে ট্রাকটি নির্দিষ্ট স্থানে না পেয়ে থানায় একটি এজাহার করে। মামলা দায়ের পর খানজাহান আলী থানার একটি চৌকস টিম গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় ট্রাকটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসআই দিবস কুমার মৃধা ও অনুকুল চন্দ্র ষোষের নেতত্বে চুরি যাওয়া ট্রাকটি স্টেশন রোডের ট্রাক স্ট্যান্ড থেকে উদ্ধার করে। এ সময় বাগেরহাট সদরের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মো: শাওন হাওলাদার(২৬) ও বরিশালের উজিরপুরের মোহাম্মাদ হোসেনের পুত্র হাফিজুল (২৯) কে আটক করে। আটককৃত দুইজনই বর্তমানে দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা এলাকায় বসবাস করে।