জন্মভূমি রিপোর্ট : খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর হিজবুল্লাহ নগরীর নির্জন আবাসিক এলাকায় খালা সালমা বেগমের বাড়িতে বসবাস করতো। পরিবারের দাবি, একটি গ্যাসের দোকানে কাজ করত ওই কিশোর। তবে সে কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণ রেল লাইনের উপর দাঁড়িয়ে ছিল। রেল গাড়ি আসতে দেখে এক মহিলা তাকে সরে যেতে বলে। কিন্তু সে সরে না গিয়ে রেল লাইনের উপরই দাঁড়িয়ে ছিল। তখন খুলনা থেকে বেনাপোল গামী একটি ট্রেনের নিচে পড়ে নিহত হয়।
রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির এসআই মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
খুলনায় ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন কিশোরের মৃত্যু
Leave a comment