জন্মভূমি ডেস্ক : খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবিদা সুলতানা (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নুরুল ইসলামের স্ত্রী।
বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র রেজোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে খুমেকে ৯ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত