
জন্মভূমি রিপোর্ট : খুলনায় ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় ২৩ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর সাড়ে সাত মাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৮৩ জন। আর এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে শনাক্ত হয়েছ ১৫৮ জন। আর মোট মৃতের সংখ্যা হলো ১১ জন।
সূত্রমতে, গত ১৬ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং খুলনায় ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এনিয়ে মোট রোগীর সংখ্যা ৭৮৩ জন। সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করে বাড়ি ফেরেন মোট ৬৬০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১৪ জন।