জন্মভূমি রিপোর্ট : খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই বসন্ত বরণ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কাযনির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর ও বাপ্পী খানসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
১৪ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৮৫টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পোষাক, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত