
জন্মভূমি রিপোর্ট : জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিন স্বতন্ত্র প্রার্থী। একজন খুলনা-৬ আসনের। বাকি দু’জন হলো খুলনা-৪ আসনের।
এর মধ্যে প্রথম দিনেই খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এস এম রাজু। তার বাবার নাম সোহরাব হোসেন। তিনি নগরীর মোক্তার হোসেন সড়কে বাস করেন। বাকি দুইজন হলেন খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের। একজনের নাম মোঃ জুয়েল রানা। অপর প্রার্থী এহসানুল হক। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন বলেন, তিন জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। খুলনা-৪ আসনের দুই জন এবং খুলনা-৬ আসনের একজন। তবে তাদের ভেতরে কারও রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মনোনয়ন পত্রের কপি উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে, কেউ চাইলে সেখান থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।