জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাঁকা এলাকার একটি বেকারি ও একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানিকে পৃথক-পৃথক অপরাধে ৭৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ওই দু’ অসাধু ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পপুলার বেকারী নামে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। তখন তাদের পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক জামাল মিঞাকে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়। প্রমাণ স্বরূপ সেখান থেকে কিছু প্যাকেটজাত খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়। অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য জানান।
সূত্রমতে, একই এলাকার শেখপাড়া গ্যাস ঘর নামের আরেকটি প্রতিষ্ঠানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রত্যেক এলপিজি গ্যাসের সিলিন্ডারে এক কেজি করে পানি মেশানোর প্রমাণ মেলে। এই অপরাধে দোষী ব্যবসায়ী জাকির হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। থানা পুলিশের পৃথক দুটি টিম উভয় অভিযানে সহযোগিতা করেন।
খুলনায় দুই অসাধু ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা
Leave a comment