
ডেস্ক রিপোর্ট : খুলনায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১১ জুয়াড়িকে আটক করেছে খুলনা থানা পুলিশ।
শুক্রবার (০৪ জুন) রাতে খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলির মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীর বিলাসী ব্যাচেলার হাউজের নিচতলায় অভিযান চালায়। এসময় নগদ টাকাসহ ১১ জায়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুর রহিম (৫২), হুমায়ন কবির খোকন (৫৮), নিলু হাসান (৪৭), ইকবাল হোসেন (৪২), মাসুদ হোসেন রানা (৫০), বসির তালুকদার (৩৮), জাকির হোসেন (৪৭), জাহাঙ্গীর হোসেন (৬০), ফরিদ খন্দকার (৫০), ইসহাক হাওলাদার (৫৪) ও কালু (৬৫)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩ হাজার ৩৭৫ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।