জন্মভূমি রিপোর্ট : নগরীর জিরোপয়েন্ট এলাকায় মঙ্গলবার বিকেলে হরিণটানা থানা পুলিশ বিভিন্ন ব্রান্ডের মবিলের বোতলে ভর্তি নিম্নমানের মবিলের একটি চালান আটক করে। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে নিম্ন মানের তেলের অসাধু ব্যবসায়ী ইউনুস (৩২) কে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। একই সাথে যেমন তেল তেমন দামে বিক্রির নির্দেশনা দিয়ে তাকে ছেড়ে দেন। দোষী ব্যক্তি জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা। তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা মোতাবেক সাজা দেয়া হয়। বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৫টার দিকে হরিণটানা থানা পুলিশের একটি টিম জিরোপয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিলেন। বভিন্ন ব্রান্ডের মবিলের বোতলজাত নিম্নমানের প্রায় ১৪শ’ লিটার মবিল নিয়ে সাতক্ষিরা থেকে একটি ট্রাক খুলনার বড়বাজারের উদ্দেশ্যে আসতেছিল। ট্রাকটি তল্লাশি চৌকির সামনে আসলে পুলিশ চালককে থামার সংকেত দেন। ট্রাকে বিভিন্ন খাদ্য পণ্যের কার্টুনে মবিলের বোতল লুকিয়ে রাখা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তারা কার্টুন খুলে দেখতে পান-সুপার ফোর পি, টোটাল, একটিভ, হোন্ডা, ইয়ামাহ, ডিপিএসসহ বিভিন্ন ব্রান্ডের মবিলের পুরনো বোতলে তেল ভর্তি করা রয়েছে। এরপর পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। থানার উপ-পরিদর্শক মোঃ মাসুম বিল্লাহ দৈনিক জন্মভূমিকে এসব তথ্য জানান।