জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন ফরিদ মোল্লার মোড় এলাকার একটি বাসায় খুন হওয়া অনিমা দাস (৬১) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তফা শেখ (৪৮) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকার গাজীপুর নলদা গ্রাম হতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। নিহত অনিমা সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কনেস্টেবল শুভেন্দ্র দাসের মা।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১১ টা ১৯ হতে পরদিন সকাল ৯ টা ৩৯ মিনিটের মধ্যে যে কোনো সময়ে ফরিদ মোল্লার মোড়স্থ পশ্চিম পাড়ার জনৈক কামরুলের তিন তলা বাড়ীর দ্বিতীয় তলার একটি কক্ষে অনিমাকে হত্যা করা হয়। ভিকটিম এবং তার আট বছর বয়সী নাতি তীর্থ পাশাপাশি দুইটি কক্ষে শুয়ে ছিলেন। ৬ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে পুলিশ ওই কক্ষের খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। তার মুখমন্ডল শক্ত বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়। খাটের ওপর জমাট বাধা রক্ত ছিল। আসামির দেখিয়ে দেয়া স্থান খাটের পাশ হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইটটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহতের মেয়ে লাভলি দাস আসামি মোস্তফার নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অনিমাকে খুন করা হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এক প্রেস রিলিজ মারফত এ তথ্য জানান।
আসামি মোস্তফা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সানকীডাঙ্গা গ্রামের জনৈক মোঃ মকবুল শেখের ছেলে। সে নিহতের আবাসস্থলের পাশর্^বর্তী একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে সে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে এবং দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমীন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নিমাই চন্দ্র কুন্ডু বলেন, আসামি মোস্তফা কি একাই খুন করেছে? নাকি হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত? তদন্তে এ বিষয়টি উঠে আসবে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে খুনের মোটিভ সম্পর্কে আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না।
খুলনায় পুলিশ সদস্যের মা হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
Leave a comment