জন্মভূমি ডেস্ক : খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে তিনজন নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হন। এর মধ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন – ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলের ছেলে সৌরভ মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কা খেয়ে তারা ফের খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেন নিহত ও সৌরভ মন্ডল গুরুতর আহত হন।
পরে সৌরভকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাদের দু’জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে মো. হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও ৬/৭ জন আহত হন। নিহত হাফিজুর ঝালকাঠি জেলার নলছিটির আনসার আলী আকনের ছেলে।
ফুলতলা থানার পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গার চৌদ্দমাইল এলাকায় বিপরীতমুখী প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান নিহত হন।