জন্মভূমি রিপোর্ট : সেনাবাহিনিতে সৈনিক পদে চাকুরি দেবার প্রলোভনে প্রতারণা করে অর্থ আত্মসাৎ মামলার আসামি শামিম শেখ (৩০) নামে একজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মহানগর গেয়েন্দা পুলিশের একটি টিম তাকে সোনাডাঙ্গা থানার হোটেল প্যালেস ইন্টারন্যাশনাল এন্ড রেস্টেুরেন্ট থেকে আটক করে। এরপর ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ভিকটিমের পিতা মোঃ মাইন উদ্দীন মামলাটি দায়ের করেন। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। এজাহারের উদ্ধৃতি দিয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হাই দৈনিক জন্মভূমিকে বলেন, বরগুনা জেলার আমতলী থানা এলাকার চান্দা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল (১৯) নামে একজনকে সৈনিক পদে চাকুরি দেবার প্রলোভনে প্রতারক চক্রের সদস্যরা গত ২৯ নভেম্বর ওই হোটেল এন্ড রেস্টুরেন্টে ডেকে আনে। এরপর তাকে সেখানকার নিচ তলার একটি কক্ষে আটক করে ১০ লাখ টাকা দাবি করে। পরিস্থিতি বুঝে যুবকটি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেধড়ক মারপিট ও ভয়-ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজ-পত্র হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে মুক্তি দেয়া হয় এবং ব্যাপারটি গোপন রাখার জন্য শাসানোর পাশাপাশি চাকুরি হলে ফোনে জানানো হবে বলে অবহিত করা হয়। তিনি জানান, গত ১৭ ডিসেম্বর ফোন কওে তার চাকুরি হয়েছে বলে আশ^স্থ করা হয় এবং একই হোটেলে আসার জন্য বলা হয়। কিন্তু ভিকটিম পরিবারের সন্দেহ হলে তারা ডিবি পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর গোয়েন্দা পুলিশের একটি টিম ভুক্তভোগীদের নিয়ে ওই হোটেল থেকে আসামি শামিমকে গ্রেফতার করে। সে ডুমুরিয়া উপজেলার শভনা পশ্চিমপাড়া গ্রামের জনৈক এলাহী শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত কাজ চালাচ্ছেন।