
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর ও লবণচরা থানা এলাকা হতে ৮শ’ গ্রাম গাঁজাসহ তিন জন গ্রেফতার হয়েছে। রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার ৪ নং ফুড ঘাটের মোঃ সাঈদ শেখ (৪৫), রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মোঃ আলামিন শরীফ (২৩) এবং সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার উত্তর কলাবাড়ি গ্রামের মোঃ সালেহ আহমেদ (২১) নামে তিন জনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।