জন্মভূমি রিপোর্ট : গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর একটু স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে দুপুরের বৃষ্টি। তবে গরম কমলেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর। মেরামতের কাজ না করে খুঁড়ে ফেলে রাখা সড়কগুলো তলিয়ে গেছে। ফলে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বেশ কয়েকদিন পর টানা আড়াই ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়কে পানি জমেছে। বিশেষ করে নগরীর প্রধান সড়ক খানজাহান আলী সড়ক, আহসান আহমেদ রোড, মির্জাপুর রোড, বাইতি পাড়া রোড, টুটপাড়া মেইন রোড, কেডিএ এভিনিউ, খান এ সবুর রোডসহ বেশ কিছু রোডে পানি জমে যায়। এসব সড়কে চলাচলরত যানবাহনগুলোতে পানি ঢুকে যায়। সড়কগুলোর আশপাশের বাড়িগুলোতেও পানি প্রবেশ করে।
নগরীর পিটিআই মোড় এলাকার মুদি দোকানি রাশেদ ইব্রাহিম বলেন, বেশ কয়েকদিন পর বৃষ্টির দেখা পাওয়া গেলো। এতে গরম কম হলেও দোকানে পানি ঢুকে ঝামেলা বাড়িয়েছে।
তিনি বলেন, ড্রেনগুলো গত কয়েক বছর ধরে তৈরি করছে। কিন্তু আজও তা শেষ হয়নি। ফলে ড্রেনগুলো থেকে পানি সরে না।
নগরীর রয়েল মোড়ে যাত্রী নিয়ে আসা রিকশাচালক রেজাউল বলেন, রাস্তা মেরামত করার জন্য রাস্তা খুঁড়েছে। এ রোডে এখন পায়ে হাঁটাও কঠিন। সেখানে রিক্সা চালাবো কি করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত