খুলনা (০৫ জানুয়ারি)
আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আজ সোমবার যোহরবাদ(০৫ জানুয়ারি) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওতাধীন ১৭ ও ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন খোকন, এডভোকেট গোলাম মাওলা, জামিরুল ইসলাম জামিলসহ ওয়ার্ড ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন গভীর শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর প্রতি তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং এদেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন এক সাহসী নেত্রী।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমার রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত