
ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে প্রাণবন্ত ও বর্ণিল নির্বাচনী প্রচারণা। রাজনৈতিক দলের পাশাপাশি কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারে যোগ হয়েছে নতুন মাত্রা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন একদল তরুণী শিক্ষার্থী। ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুজ্জামান আরিফের উদ্যোগে বর্ণিল পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এদিকে জামায়াতে ইসলামীর আমীরের সাম্প্রতিক খুলনা সফরের পর দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। নগরী ও আশপাশের এলাকায় ব্যানার, পোস্টার ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে দলটি।
খুলনার ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে আচরণবিধি লঙ্ঘন ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগও উঠতে শুরু করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও বড় দলগুলোর প্রচারণায় খুলনায় এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত