
তথ্য বিবরণী : মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এ উপলক্ষে পহেলা মে সকাল সাড়ে আটটায় রূপসা ট্রাফিক মোড় থেকে বিভাগীয় শ্রম দপ্তর পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে শ্রম দপ্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং সকাল নয়টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

