
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৮৬ লিটার মদ এবং ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার রায়পাড়া কসমস ক্লাব এলাকার মোঃ লিটন বিশ্বাসের পুত্র মোঃ জহিরুল ইসলাম মুন্না (২৫), একই থানার ৬৪, টিবি ক্রস রোডের মৃত: আব্দুল লতিফের পুত্র মোঃ কামরুজ্জামান (৪৫), খালিশপুর থানার রাজধানীর মোড় কাশিপুর এলাকার মোঃ রহিমের পুত্র মোঃ সোহাগ ওরফে বিশু (৩০), সোনাডাঙ্গা মডেল থানার বয়রা ১নং রোডের খালেক সর্দারের পুত্র মোঃ মনির সর্দার (৪৪), একই থানার বয়রা ১নং ক্রস রোডের মোঃ আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ আরমান খলিফা (২১), একই থানার নবপল্লী এলাকার মোঃ আবুল শেখের পুত্র মোঃ রানা (২৫), হরিণটানা থানার কৈয়াবাজার জেলের মোড় সংলগ্ন এলাকার মোঃ ইউসুফ শেখের পুত্র মোঃ মিলন শেখ (২৬), খালিশপুর থানার ২৬২ নং রোডের এন/এইচ-৮৫নং বাড়ির মোঃ ইমুর পুত্র মোঃ রিয়াদ হোসেন (২৩), একই থানার ২৬২ নং রোডের সোহাগ শিকদারের পুত্র সাকিব শিকদার (২২), একই থানার গোয়ালপাড়ার মৃত: ইয়াসিন কবিরাজের পুত্র মোঃ পলাশ হাওলাদার (৩০), আড়ংঘাটা থানার মোঃ তৈয়ব আলীর পুত্র মোঃ সোহাগ শেখ (২৪) এবং খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়ার মৃত: আকবর খাঁ’র পুত্র মোঃ শরীফুল ওরফে শরীফ (৪০)।
কেএমপি সূত্র জানায়, গত রোববার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৮৬ লিটার মদ এবং ৭৩ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।