জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৫০ বোতল ফেন্সিডিল, ১শ’ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকা হতে মঞ্জুয়ারা বেগম (৪২) নামে একজনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। সে যশোর জেলার কেশবপুর থানার আলতাপোল গ্রামের বাসিন্দা। ডিবির অপর একটি টিম সোনাডাঙ্গা থানা এলাকার একটি আবাসিক হোটেলের সামনে থেকে মোঃ সাব্বির হোসেন (২৭) নামে আরেকজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে ওই এলাকার অধিবাসী। অন্যদিকে, দৌলতপুর থানা পুলিশের একটি টিম কল্পতরু মাঠ সংলগ্ন এলাকা হতে সোহেল জমাদ্দার (২৭) নামে একজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে। সে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত