জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার ৪নং ফুডঘাট এলাকার মৃত: জিন্নাত ফকিরের পুত্র মো: রিপন ফকির (৪৮), খালিশপুর থানার নয়াবাটি এলাকার মো: শরিফুল ইসলামের পুত্র মো: সাব্বির আহাম্মেদ (২২), একই থানার তৈয়বা কলোনীর মাহবুব আকনের পুত্র মো: আলামীন আকন (২০) এবং দৌলতপুর থানার দেয়ানা শেখপাড়ার ইসমাইল শেখের পুত্র ছাব্বির শেখ (২৩)।
কেএমপি সূত্র জানায়, রোববার ও তার পূর্ববর্তী গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ২ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত