বিজ্ঞপ্তি : খুলনায় আদালতে মামলা চলমান অবস্থায় দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে। খুলনা রেলওয়ে হাসপাতাল সংলগ্ন দরবেশ চেম্বার বাজারের দোকান মালিক নূর আলম ভূঁইয়ার দোকান ঘরে ঘটনাটি ঘটে। দোকানঘরটি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলেও গত ৩০ নভেম্বর দুর্বৃত্তদের সহায়তায় দোকান ঘরটিতে তালা মেরে দেওয়া হয় বলে জানান দোকানটির বর্তমান মালিক।
সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে দোকানের পজিশন বিক্রেতার শরিকদের সাথে বর্তমান মালিক নূর আলমের বিরোধ চলছিলো। বর্তমান মালিক নূর ২০২১ সালের মে মাসের ২৩ তারিখ প্রায় ১৭ লাখ টাকা ব্যায়ে দোকানটির পজিশন ক্রয় করে। দোকানটির বিক্রেতা রাবেয়া চৌধুরীর পৈতৃক সুত্রে প্রাপ্ত হয়ে নূরের নিকট বিক্রি করেন। একপর্যায়ে দোকানটির উপর পরিবারের ২ সদস্যদের চোখ পড়ে। জোরপূর্বক দখলের চেষ্টা চালায় তারা।
একপর্যায়ে দুই পক্ষের রোষানলের স্বীকার হন বর্তমান মালিক নূর। ক্ষণে-ক্ষণে হুমকি ও মারপিটের কারণে জীবন শঙ্কায় পড়েন তিনি। সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭ /১১৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, মোঃ আলী নূর চৌধুরী রেলওয়ে হতে প্রাপ্ত জমি ২০১৩ সালের ১ নভেম্বরে ছোট মেয়ে রাবেয়া চৌধুরীকে হস্তান্তর করেন। পরবর্তীতে নূর আলম ভূঁইয়া নামক একজনের নিকট ভাড়া দেন রাবেয়া। ভাড়া থাকাকালীন সময়ে ২০২১ সালের ২৩ মে পজিশন কিনে নেন নূর আলম।
দোকান মালিক নূর আলম বলেন, এই দোকানটি নিয়ে দীর্ঘ দিন সমস্যা পোহাচ্ছি। আদালতে মামলা চলমান থাকতেও দোকানটিতে তালা মেরে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে দরবেশ বাজার কমিটির সভাপতির মুঠোফোনে কল দিলে কলটি ধরেন নি।