জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানা এলাকা হতে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া মনির হোসেন নামে একজনকে শুক্রবার রাতে পুলিশ উদ্ধার করেছে। ভিকটিম একটি ওষুধ কোম্পানির কর্মচারি, তাকে অপহরণের পর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জন আটক হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পাদন নিয়ে ব্যস্ত ছিলেন।
রূপসী রূপসা পানি কোম্পানি গলির বাসিন্দা মনির হোসেন সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তার স্ত্রী রোমেনা খাতুন তাকে বার-বার ফোনে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে ছিলেন। দুপুরের পর তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি কল আসে। রিসিভ করার পর তার স্বামী এক লাখ টাকা দিয়ে তাকে অপহরণকারীদের কাছ থেকে তাকে উদ্ধারের আকুতি জানান। এরপর তার স্ত্রী ঘটনাটি থানা পুলিশকে মোখিকভাবে অবহিত করেন। খবর পেয়েই পুলিশের একটি টিম কার্যক্রম শুরু করে। তারা সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকা হতে হায়দার (৩৫), মাসুদ (৩০) এবং আলী (২৩) নামে তিন জনকে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকারই একটি স্থান হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে এবং থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানার (ওসি)সহ পুলিশের একটি টিম উদ্ধার-গ্রেফতার পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পাদন নিয়ে কাজ করছিলেন। তারা ঘটনার আদ্যপান্ত জানার কাজও করছিলেন। যে কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা তাৎক্ষনিকভাবে সম্ভব হয় নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত