জন্মভূমি ডেস্ক : গ্রীষ্মের তাপদহে ঘর্মাক্ত প্রচার-প্রচারণা শেষ, রাত পোহালেই অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন (কেসিসি)। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে ভোট।
এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। ভোটের শুরুতেই প্রার্থীরা সবাই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন।
মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক মহানগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেবেন। শফিকুল ইসলাম মধু ভোট দেবেন সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুলে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল বানিয়াখামার দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ভোট দেবেন।
খুলনা আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া এস এম সাব্বির হোসেন ভোট দেবেন মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নগরীর ৩১টি ওয়ার্ডে স্থাপন করা প্রায় দুই হাজার ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটরিং করবে সিইসিসহ অন্য কমিশনাররা। সিটি নির্বাচনে এ বছর ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে এক হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হচ্ছে। ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৮৯জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।