জন্মভূমি রিপোর্ট : খুলনায় সনাতন ধর্মাবলম্ভীদের ৩দিন ব্যাপী রাস উৎবের সমাপনী আজ মঙ্গলবার। ভৈরব স্ট্যান্ড রোডস্থ আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি এর আয়োজন করেন। সোমবার সকাল ৬টায় ২য় দিনে নিমতলা ঘাটে ভৈরব নদে পুণ্যস্নানে ভক্তদের পদচারণায় মিলনমেলায় পরিনত হয়। রাত পৌনে ৮টায় ছিল ধর্মীয় আলোচনা সভা ও ভাগবত পাঠ। পাঠ করেন ভারতের রাধাকুণ্ড বৃন্দাবনের চৈতন্য চরণ দাস। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখা।
পুণ্যস্লানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, আয়োজক কমিটির সভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, গোপাল কুণ্ডু, ভাস্কর কুণ্ডু, দিপ্রদাস, পার্থ রায়, তোতন হালদার, নিলয় সাহা, শুভ সাহা, চয়ন সাহা, গনেশ কুণ্ডু, রাজন সাহা, সাগর কুণ্ডু ও সজিব দাসসহ শত শত ভক্তবৃন্দ। রোববার শুরু হয় এই উৎসব এবং আজ মঙ্গলবার ৩দিন ব্যাপী এই রাস উৎসব শেষ হবে।