
জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলায় লাগামহীন ভাবে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা। বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের পরিমাণও প্রতিদিনই বাড়ছে। মশার উপদ্রবে দিশেহারা নগর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের মানুষ। গত ২৪ ঘন্টায় খুলনায় ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে ৭২ জনের দেহে। শনিবার এ সংখ্যা ছিল ৬৮ জন। এ নিয়ে চলতি বছর সাড়ে নয় মাসে আক্রান্তের মোট সংখ্যা হলো ২,২৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ জনের। ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ২ হাজার ৮৩ জন। গতকাল পর্যন্ত হাসপাতে ভর্তি আছেন মোট ২৫৪ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুর ভয়াবহতা শুধু খুলনাতেই নয়। গোটা বিভাগেই ছড়িয়ে পড়েছে এর প্রভাব। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৩৯ জনের। গতকাল এ সংখ্যা ছিল ৩২৪। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা। এপর্যন্ত দশ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৫৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ১২ হাজার ৪১৫ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। ছাড়পত্র নিয়ে ঘরে ফিরেছেন ১১৪৭৭ জন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,০৬০ জন।
গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় শনাক্ত হয়েছে ৯ জন, মোট শনাক্ত ৮০০ জন। সাতক্ষীরায় ৯ জন, মোট ৩৪৯ জন, যশোর ৫৮ জন, মোট ২,০৪০ জন, ঝিনাইদহ ৪৪ জন, ১,২৩৫ জন, মাগুরায় ৪৩ জন, মোট ২,৩৪৮ জন, নড়াইল ৪২ জন, মোট ১,২১৭ জন, কুষ্টিয়ায় ৩৩ জন, মোট ১,২১৫ জন, মেহেরপুর জেলায় ১৩ জন, মোট ৬৪৪ জন, চুয়াডাঙ্গায় মোট ১৩ জন। মোট ২৩৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মোট ৩১৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনসহ মোট ১,৫৮৩ জন।