জন্মভূমি রিপোর্ট : খুলনায় শীত জেকে বসেছে। হাড় কাপানো শীতের কারণে জবুথবু অবস্থা মানুষের। বিশেষ করে রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এর সঙ্গে বইসে হিমেল বাতাস। এতে চরম বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। শিশু ও বয়স্ক মানুষদের অবস্থাও অবর্ণনীয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ অবস্থার আরো ২/৩ দিন স্থায়ী হবে।
এদিকে তাপমাত্রা কমার প্রভাব দেখা যাচ্ছে, নগরীর বিপনী বিতানগুলোতে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পায়ের মোজা, টুপি, মাফলার, জ্যাকেট কিনতে সেখানে ছুটছেন মানুষ। তবে শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন নিম্ব আয়ের মানুষেরা। রিকশাচালক আসলাম শেখ বলেন, শীতে অবস্থা কাহিল। কিন্তু পেটতো বাঁচাতে হবে। তাই রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি। মানুষ পারতো পক্ষে ঘরের বাইরে আসছে না। ফলে গত কয়েকদিন আয় কমে গেছে। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গতকাল রবিবার খুলনায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারের তাপমাত্রাও ছিল একই রকম। যা এ বছরে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে।