জন্মভূমি রিপোর্ট : নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। ভৈরব স্ট্যান্ড রোডস্থ আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি এর আয়োজন করেন।
গতকাল রোববার থেকে শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্দ্যা আরতী, আলোচনা সভা ও ভগবত পাঠ, বাল্যভোগ, অধিবাস, বৈদিক নিত্য, প্রাত:ভোগ ও আজ সোমবার সকাল ৬টায় নিমতলা ঘাটে ভৈরব নদে ভক্তদের পুণ্যস্লান। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখা। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী এই রাস উৎসব সফল করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত