
জন্মভূমি রিপোর্ট : খুলনার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মুখেও সন্ত্রাস-সহিংসতা থেমে নেই। গত চার দিনের ব্যবধানে নগরীর পৃথক-পৃথক স্থানে এবং সুন্দরবনে মোট চার জন জখম হয়েছেন। তাদের মধ্যে তিন জন ধাঁরালো অস্ত্রাঘাতে এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে তিনটি ঘটনায় মামলা হয়নি। একটি ঘটনায় মামলার পর পুলিশ ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গত শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানাধীন মদিনা মসজিদের সামনের রাস্তায় মোঃ আনোয়ার হোসেন (৬০) নামে এক ইাজবাইক চালককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ওই দিন সকালে ইজিবাইক রাখা নিয়ে তার সাথে আরেক ইজিবাইক চালক শুকুরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুকুর তার উপর হামলা চালায়। কেএমপির বিশেষ শাখার এক কর্মকর্তা এ তথ্য জানান।
রোববার দুপুরে সোনাডাঙ্গা থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, ভিকটিম পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসেন নি। তবে, অভিযুক্ত হামলাকারি শুকুরকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
গত শুক্রবার সন্ধ্যায় রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের বাসিন্দা মোঃ রিপন (২৬) খালিশপুর থানাধীন বয়রা খ্রিস্টান পাড়া এলাকায় তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে প্রেমের সম্পর্ক জনিত বিষয় নিয়ে হৃদয় (২৫) নামে একজনের সাথে তার বাক-বিতন্ডা হয়। তখন রিপনের বগল,হাত এবং বুকের মাঝখানে হৃদয় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় কেউ অভিযোগ দায়ের করতে আসেন নি বলে থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি দৈনিক জন্মভূমিকে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে হৃদয় নামের ওই হামলাকারিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের একটি এলাকায় দু’টি দস্যু বাহিনির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে দাকোপ উপজেলা এলাকার বাসিন্দা জাহিদ হাসান (২৬) নামে একজন কাকড়া ধরছিলন। তখন তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়। ১১ এপ্রিল তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দাকোপ থানার (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসেন নি। অভিয্গো পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বুধবার ভোর রাতে নগরীর খুলনা সদর থানাধীন নিউ মার্কেট সংলগ্ন এলাকায় একাধিক মামলার আসামি ভুট্টো সরদার (৪৬) নামে একজনকে দুর্বৃত্তরা ধঁরালো অস্ত্রাঘাতে মারাত্মক জখম করে। হামলাকারিরা তার কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা ও একটি মোবাইল লুটে নেয়। তার মোটর সাইকেলটিওর ভাংচুর করা হয়। এ ঘটনায় ভিকটিম ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে ১০ আসামি গ্রেফতার হয়েছে। খুলনা সদর থানার (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান।