বিজ্ঞপ্তি : স্বল্প ব্যয়ে নির্ভুল ও উন্নত চিকিৎসার প্রত্যয়ে খুলনায় যাত্রা শুরু করলো সিটিজেন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।
শনিবার মহানগরীর কেডিএ এভিনিউ ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিইও ডাঃ এমদাদুল হক নিলয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনার সভাপতি ফারুক শেখ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদ এস এম ফরিদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ বাহারুল আলম বলেন, খুলনায় অনেক প্রতিষ্ঠান আছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তিনি মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে এবং ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিয়ে সকলের আস্থা অর্জন করার পরামর্শ দেন।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রবিউল ইসলাম রানা বলেন, স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল বলেন, খুলনার চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য ডায়াগনষ্টিক সেন্টার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালকসহ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
খুলনায় সিটিজেন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
Leave a comment