খুলনায় সুবিধাবঞ্চিতদের সংগঠন স্বপ্নপূরী কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে। রেলওয়ে এলাকার গ্রীনল্যান্ড বস্তিতে সোমবার (১৬ আগস্ট) বিকাল তিনটায় শিশু, নারী, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধক সচেতনতা সৃষ্টির জন্য জীবাণুনাশক তরল দিয়ে হাত পরিষ্কারের অভ্যাস করানো হয়। সংগঠনের সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালীদিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরা, ইউটিউবার সুরন্জিত গাইন জিৎ, দিতী বিশ্বাস, ইমরান হোসাইন, কৃষ্না দাস, ২১ নম্বর ওয়ার্ড আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি মো. লাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, বনানী দাস, ইমরান হোসাইন, উম্মুর রেদা, ময়মুনা আক্তার মিতু, মো. সাগর প্রমুখ।