
জন্মভূমি রিপোর্ট : খুলনায় সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীর সভা কক্ষে সাহিত্য সাংস্কৃতিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এর আত্মপ্রকাশ করা হয়।
এ উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান সাংস্কৃতিক সংগঠক ও বেতার ব্যক্তিত্ব এস এম হুসাইন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী। অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলামিস্ট অধ্যাপক আনোয়ারুল কাদির ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন গুহ ।
বক্তৃতা করেন জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি শেখ অলিউর রহমান, এল কে টফি, অরবিন্দ মৃধা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, সেলিম মাহবুব, তরুন কুমার মজুমদার, পরিমল মল্লিক, প্রশান্ত হালদার, এম এম তৈয়াবুর রহমান, শহিদুল ইসলাম রাজু, শেখ হিরা, এস এম মিজানুর রহমান।
পরে উপস্থিত সকল সদস্যর মতামতের ভিত্তিতে ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান এস এম হুসাইন বিল্লাহকে সৃজন সাহিত্য ও সাংস্কৃতিক সংহতির আহবায়ক এবং জাতীয় কবিতা পরিষদ খুলনার সভাপতি কবি শেখ অলিউর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়।