গতকাল বৃহস্পতিবার সকাল ন'টায় খুলনার হোটেল টাইগার গার্ডেনে লিড ব্যাংক পদ্ধতিতে খুলনা জোলায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইভিপি ও খুলনা জোনাল হেড মোহাম্মদ উল্লাহ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, অতিরিক্ত পরিচালক জাহানারা খাতুন, খুলনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামছুল হক ও খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম আবুল বাসার মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইভিপি একেএম আমজাদ হোসেন, ইভিপি মোহাম্মদ ফেরদৌস হাসান, এসভিপি মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি'র খুলনা শাখার নেতৃত্বে খুলনার সকল ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত