বিজ্ঞপ্তি : বর্ষা মৌসুমের আগ থেকে দক্ষিণ জনপদেও বড় শহর খুলনায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় প্রতিষেধক হিসেবে আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যেও চেয়ে তিনগুনে বিক্রি হওয়ায রোগীর অভিভাবকদের পক্ষে চিকিৎসার ব্যায় কয়েকগুন বেড়েছে। স্যালাইন সংকটের কারণে শত শত রোগী সু-চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ায় নাগরিক ঐক্য মহানগর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, খুমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যায়বহুল হয়ে পড়েছে। প্রতিমাসে এসব হাসপাতালগুলোতে দেড়-দু’শ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। একদিকে যেমন ডাবের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে স্যালাইন সংকটে রোগীর স্বজনরা হতাশ হয়ে পড়েছে। সরকারি হাসপাতালে স্যালাইন নেই বললেই চলে। হেরাজ মার্কেটে অপসো স্যালাইনের সরবরাহ চাহিদার তুলনায় এক-তৃতীয়াংশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে খুমেকে আসা স্যালাইনের মজুদ ফুরিয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ফার্মেসিতে একদফা অভিযান চালিয়ে দায়িত্ব শেষ করেছে। চাহিদানুযায়ি স্যালাইন সরবরাহে স্বাস্থ্য বিভাগের কার্যকর কোন উদ্যোগ নেই। এ সংগঠনের পক্ষ থেকে স্যালাইন সংকট নিরসনের জন্য ঔষধ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে। বিবৃতিদাতারা হচ্ছেন নগর শাখার আহবায়ক এড ড. মোঃ জাকির হোসেন, সদস্য সচিব কাজী মোতাহার রহমান, সদর থানা শাখার সভাপতি আলী মুসা মিয়াও সাধারণ সম্পাদক সেলিম রেজা বকুল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত