
জন্মভূমি ডেস্ক : খুলনায় রাজমিস্ত্রি কোরবান আলীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় হাওলাদারকে (১৯) গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নগরীর লবণচরা থানার রিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর হৃদয়কে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কোরবান ও হৃদয় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন ধরে কাজের হিসাব ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট কোরবানকে দুপুরের দিকে আসামিরা বাড়ি থেকে কাজের কথা বলে নিরালা ১ নম্বর রোডের দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যায়।
কোরবান সেখানে যাওয়ার পর হৃদয়সহ অন্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কোরবানকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা কোরবানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।